Skip to main content

Featured

ওয়েলকাম টু জার্নাল অফ জাহিদ | জাহিদ অনিক!

  হাই আমি জাহিদ অনিক! ওয়েলকাম টু জার্নাল অফ জাহিদ ( https://journalofjahid.com/ )। এটি শুধুই একটি ব্লগ/সাইট নয়, এটা আমার মস্তিষ্কের অদৃশ্য ল্যাবরেটরি। এখানে আমি লিখি যা লেখা যায় না, যা বলার মতো কাউকে খুঁজে পাই না, আর যা শেয়ার করলেও কেউ পড়বে কি না—সে চিন্তা আমার নেই। এই সাইট আমার একাকীত্বের সাক্ষী, আমার আবসার্ডিজমের প্রকাশ, আর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া কিছু টুকরো কথার সমাহার। ব্লগ অথবা অনলাইন পোর্টালে লেখালেখি করি বললে আসলে মস্ত বড় ভুল হবে। আমি ব্লগে কবিতা বা যা কিছু কবিতার মতো সূক্ষ্ম; সেসব বিষয় নিয়ে লেখালেখি করি। কেন করি? এই প্রশ্নের উত্তর এই মুহূর্ত পর্যন্ত জানা নাই। আসলেই জানি না কবিতা কেন লিখি! কী হয় লিখে! এই সাইট ছাড়াও আমাকে পাওয়া যাবে নিচের ঠিকানাগুলোতে। মুশকিল হলো, এই যে এতগুলো লিঙ্ক নিচে যোগ করে দিলাম, এখানে আসলে কোনোভাবেই সব লেখা সব প্ল্যাটফর্মে লেখা যায় না। লেখা হয়েও ওঠে না। চেষ্টা করি যেখানে যতটুকু পারা যায় লিখতে, নিজেকে টুকরো করে ছড়িয়ে দিতে। আমাকে যেখানে পাবেন: 📖 বাংলা কবিতা: https://www.bangla-kobita.com/jahi...

আমি আর সমুদ্র, আমাদের যেমন মৈথুন


 

সমুদ্র ঢেউয়ের মতন -  

অনেক দূর থেকে তোমাকে দেখতে পেয়ে 

আমি আরও কাছ থেকে তোমায় দেখব বলে, স্পর্শ করব বলে, 

তোমাতে অবগাহন করব বলে উল্লাসে সোল্লাসে এগিয়ে যাই তোমার দিকে।  


কী প্রবল বাতাস তোমাকে একটু একটু করে বয়ে নিয়ে আসে আমার কাছাকাছি।  

কোনও কোনও ঢেউ নিয়ে আসে তোমার দীর্ঘশ্বাস,   

কোনও ঢেউ নিয়ে আসে তোমার ভরাট বুকের উপরে পড়ে থাকা একটা দুইটা চুল৷  


বাতাস উড়িয়ে নিয়ে আসে তোমার শরীরের গন্ধ- 

আমি টের পাই তোমার অস্তিত্ব।  

আমার অপেক্ষা ক্রমাগত বাড়ছে বলে- 

তুমি একটা ঢেউয়ের কাছে পাঠালে তোমার নাক-ফুল আর কোমরবন্ধনী৷ 

রেশমি সে ঢেউ আমার কাছে আসতে আসতে প্রবল উত্তাল হয়ে ভারী বর্ষা নিয়ে আসে। 


তবু আমি বসে থাকি- 

সবগুলো ঢেউ একত্রিত করে তোমাকে দেখব বলে জলবতী মেয়ে৷  


রাত্রি গভীর হলে তুমি সমুদ্রকে বলো, যা যা পাঠিয়েছিলে আমার কাছে সব ফেরত নিতে। 

সব ঢেউ সমস্ত বেলাভূমির মাটি, হাওয়া, আর জল থেকে তোমার যা কিছু ছিল সব ফিরিয়ে নেয় মধ্য সাগরে।

সমুদ্র সব ফিরিয়ে নিচ্ছে দেখে আমি প্রবল শক্তিতে চুমু খাই তোমার সমস্ত অস্তিত্বে।

 সব ঢেউ ফিরে গেলে- 

তুমি সে চুমু টের পাও তোমার নাভিমূলে?  



২৬ শে সেপ্টেম্বর, ২০২২)

Comments