হাই আমি জাহিদ অনিক! ওয়েলকাম টু জার্নাল অফ জাহিদ ( https://journalofjahid.com/ )। এটি শুধুই একটি ব্লগ/সাইট নয়, এটা আমার মস্তিষ্কের অদৃশ্য ল্যাবরেটরি। এখানে আমি লিখি যা লেখা যায় না, যা বলার মতো কাউকে খুঁজে পাই না, আর যা শেয়ার করলেও কেউ পড়বে কি না—সে চিন্তা আমার নেই। এই সাইট আমার একাকীত্বের সাক্ষী, আমার আবসার্ডিজমের প্রকাশ, আর ভবিষ্যতের জন্য রেখে যাওয়া কিছু টুকরো কথার সমাহার। ব্লগ অথবা অনলাইন পোর্টালে লেখালেখি করি বললে আসলে মস্ত বড় ভুল হবে। আমি ব্লগে কবিতা বা যা কিছু কবিতার মতো সূক্ষ্ম; সেসব বিষয় নিয়ে লেখালেখি করি। কেন করি? এই প্রশ্নের উত্তর এই মুহূর্ত পর্যন্ত জানা নাই। আসলেই জানি না কবিতা কেন লিখি! কী হয় লিখে! এই সাইট ছাড়াও আমাকে পাওয়া যাবে নিচের ঠিকানাগুলোতে। মুশকিল হলো, এই যে এতগুলো লিঙ্ক নিচে যোগ করে দিলাম, এখানে আসলে কোনোভাবেই সব লেখা সব প্ল্যাটফর্মে লেখা যায় না। লেখা হয়েও ওঠে না। চেষ্টা করি যেখানে যতটুকু পারা যায় লিখতে, নিজেকে টুকরো করে ছড়িয়ে দিতে। আমাকে যেখানে পাবেন: 📖 বাংলা কবিতা: https://www.bangla-kobita.com/jahi...
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
মরণ বিলাস -আহমদ ছফা | Moron Bilash by Ahmed Sofa | ছফার কালজয়ী এক সৃষ্টি | Bangla Book Review | Journal Of Jahid
একবার শুধু ভাবুন, মৃত্যুশয্যায় শুয়ে আছেন আপনি। একটু পরেই আপনি মারা যাবেন। আপনজন বলতে আপনার পাশে কেউ নেই, আপনার সামনে আস্তে আস্তে ছবির মত ভেসে উঠছে আপনার সমস্ত জীবন। কেমন লাগবে তখন আপনার?
আহমদ ছফার মরণবিলাস সেরকম একটি উপন্যাস। স্বরাষ্ট্রমন্ত্রী ফজলে রাব্বি, পাকিস্তান আমলেও যিনি ছিলেন মন্ত্রী। দেশ পরিবর্তন হয়ে বাংলাদেশ হয়েছে তখনো তিনি ছিলেন বহাল তবিয়তে। কিন্তু ক্যান্সার নামক মরনব্যাধি তাঁকে আঁকড়ে ধরেছে এবার, জীবনের কাছে হার মানছে সে। কোনো আপনজন কিংবা রাজনৈতিক ব্যক্তি, কেউই নেই তার পাশে আছে। পাশে আছে শুধু তার দীর্ঘদিনের চামচা মাওলা বক্স। কিন্তু সেও আছে কেবল প্রেসিডেন্ট সাহেবের চোখে ভালভাবে নিজেকে জাহির করার আশায়। মাওলা বক্স বলেন, “মেরুদণ্ড থাকাটা আসলেও খুব খারাপ ব্যাপার। যাতে স্যারের মত মহান ব্যক্তিদের দরবারে প্রয়োজনে হাজির থাকতে পারি, সেজন্য বহু কষ্ট করে ওটাকে বাঁকিয়ে নিয়েছি”
রাত ১২:১৩ থেকে ভোর পর্যন্ত মৃত্যুশয্যায় কাতর মন্ত্রী ও তাঁর সহচর মওলা বক্সের কথোপকথনে মন্ত্রীর ছোটবেলা থেকে যৌবনের সব গল্প উঠে আসে। আর তার সাথে সাথে উঠে আসে এমন এক সমাজের গল্প যেখানে অনৈতিকতাই উপরে উঠে আসার সিঁড়ি। ক্যান্সারে আক্রান্ত মন্ত্রী বাবাজীর মনে হচ্ছে আজই তার শেষ রজনী।
মৃতুর আগে সমস্ত পাপের স্বীকারোক্তি দিয়ে সে আসলে কি প্রমাণ করতে চায়? মৃত্যুপথযাত্রী এই মন্ত্রীর দেখাশোনার ভার পড়েছে পাতিনেতাটাইপ এক লোক,মাওলা বক্সের উপর। যে কি না নিজের স্বার্থের জন্য আপাতদৃষ্টিতে মহৎ এই কাজের ভার নিয়েছেন (নিজের পরিবার, ঘুম, ব্যক্তিগত সুযোগ সুবিধাকে নির্বাসন দিয়ে আপাত নির্বান্ধব মন্ত্রীর ভ্যাজং ভ্যাজং শোনা) সে যা হোক.. মন্ত্রী মহোদয়ের শেষ রজনীতে মাওলা বক্সের সামনে উন্মোচিত হল মন্ত্রীর আসল রূপ। আহমদ ছফার লেখায় দুর্দান্তভাবে উঠে এসেছে এমন এক চিত্র যেখানে ন্যায় কিংবা নীতি নয়, অনৈতিকতা আর অন্যায় কাজই হল উপরে উঠবার মূলমন্ত্র। এককথায় দারুণ!!
মৃত্যুপথযাত্রী একজন মন্ত্রীর ব্যক্তিগত জীবনে করা অন্যায় গুলোর স্বীকারোক্তি। চৌকস লেখনি!
Ahmed Sofa (Bangla: আহমদ ছফা) was a well-known Bangladeshi philosopher, poet, novelist, writer, critic, translator. Sofa was renowned for his intellectual righteousness as well as his holistic approach to the understanding of social dynamics and international politics. His career as a writer began in the 1960s. He never married. On 28 July 2001, Ahmed Sofa died in a hospital in Dhaka. He was buried in Martyred Intellectuals' Graveyard.
Comments
Post a Comment