Search This Blog
সবচে' বড় সুখ'কে শুইয়ে রেখে সবচে' ছোট কষ্টের পাশে দেখেছি - আমার কপালে চুমু খেয়েছে আহ্লাহী দুঃখ
Featured
- Get link
- X
- Other Apps
“Should I kill myself, or have a cup of coffee?”
“Should I kill myself, or have a cup of coffee?”
― Albert Camus
আলবেয়ার কামুসের এই কথাটা খুবই সহজ। সহজ এই কারণেই বলছি কেননা, কামুস নিজেই জীবনকে অনেকটা সহজ করে দেখতে চেয়েছেন, উপভোগ করতে চেয়েছেন। কামুস এর চিন্তাধারা এ বয়সে এসে খারাপ লাগছে না। ওর চিন্তা এমন ছিল যে, যদি জীবনে খুব হ্যাপি হ্যাপি থাকতে চাও, সেটা আসলে হবে না। এই যে জীবন চলছে, এভাবেই চলবে। একটা চাহিদার শেষ প্রান্তে এসে আরেকটা চাহিদা যুক্ত হবে, একটা দুঃখের শেষে এসে আরেকটা অপ্রাপ্তি যোগ হবে। কাজেই এতটা ঘ্যানঘ্যান প্যানপ্যান করে কোনও লাভ নেই।
অনেকটা মির্জা গালিবের ঐ লাইনের মতই।
দিল হি তো হ্যায়- না সাঙ্গ-ও-খিস্ৎ
দারদ সে ভারনা আয়ে কিউ
এটা-তো স্রেফটা একটা হৃদয়ই, দুঃখ এখানে আসবে না কেন? হৃদয় তো মানুষের থাকেই যেন দুঃখ আসতে পারে; সুখের অনুভব করার জন্য হৃদয়ের খুব একটা দরকার পড়ে না।
যাইহোক যেটা বলছিলাম, Albert Camus এর “Should I kill myself, or have a cup of coffee?”
জীবনের এসব নিয়ম, অনিয়ম, প্রাপ্তি, অপ্রাপ্তি কিংবা প্রাপ্তিস্বীকার এসব ভেবে ভেবে আসলে কিছুই হবে না। যখন যা দিচ্ছে জীবন, সময়, মহাকাল, এসব নিয়েই চলতে হবে।
ভালোবাসা প্রেম, এই ব্যাপারগুলো বুঝতে শেখা ভালো, করতে পারা আরও ভালো। কিন্তু এই অ্যাবসার্ডিজম ব্যাপারটাও বুঝতে হবে, মানতে হবে। Absurdism is the philosophical theory that the universe is irrational and meaningless.
ফিজিক্সে আমরা এন্ট্রপি বলতে খারাপ কিছু বুঝি, কিন্তু হয়ত না। মহাবিশ্ব বিশৃঙ্খল এবং অযৌক্তিক এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার যে কোনও প্রচেষ্টা আসলে কাজে আসবে না। এন্ট্রপিকে শেষ করা যাবে না আদৌ। এখন শেষ ভাবা এটা যায় যে, এইসব শৃঙ্খলা, বিশৃঙ্খলা, চাওয়া পাওয়া এসব ভেবে ভেবে কি করব আসলে আদৌ? Should I kill myself, or have a cup of coffee?”
জাহিদ অনিক
১৪'ই অক্টোবর, ২০২৩
- Get link
- X
- Other Apps
Popular Posts
Who Wants happiness anymore? Hit rock bottom, You will know what you want actually
- Get link
- X
- Other Apps
ওয়েলকাম টু জার্নাল অফ জাহিদ | জাহিদ অনিক!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment